"ব্রেন রট" এই শব্দটি এবার অক্সফোর্ডের বর্ষসেরা শব্দের তকমা পেয়েছে। তবে এই শব্দটি অনেকের কাছে তেমন পরিচিত নাও হতে পারে। ভাবছেন, এটা আবার কী?
এটি এমন একটি অবস্থা বোঝায়, যখন দীর্ঘক্ষণ ফোন স্ক্রল করার পর আপনি ক্লান্ত বা শূন্য অনুভব করেন, কিংবা ভুলে যান কেন ফোনটি হাতে নিয়েছিলেন বা কী করার কথা ছিল আপনার। যদি আপনি এই ধরনের অনুভূতি অনুভব করেন, তাহলে আপনি 'ব্রেন রট' সমস্যায় ভুগছেন।
আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট বেশি দেখলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটে। আর সেই অবস্থা বোঝাতেই এই শব্দ ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে এই শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু প্রিজিবিলস্কি বলেন, 'এই শব্দটির জনপ্রিয়তা আমাদের সময়ের প্রকৃতি তুলে ধরে।'
'ব্রেন' মানে মস্তিষ্ক এবং 'রট' মানে পচন। যখন আপনি একটানা তুচ্ছ বা বুদ্ধিহীন কোনো কাজ করেন, যেখানে আপনার মস্তিষ্কের ব্যবহার কম বা নেই বললেই চলে, তখন আপনার মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটে। সেই অবস্থাকেই "ব্রেন রট" বলা হয়। এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্কিন লেখক হেনরি ডেভিড থরো। ১৮৫৪ সালে প্রকাশিত তার বই *ওয়াল্ডেন*-এ প্রথম এই শব্দটি ব্যবহৃত হয়েছিল। তবে সেখানে এটি বর্তমানে প্রচলিত অর্থে ব্যবহৃত হয়নি।
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, 'গত দুই দশকে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দগুলোর দিকে তাকালে বোঝা যায়, ভার্চুয়াল জগতের বিকাশ এবং ইন্টারনেট সংস্কৃতি আমাদের জীবনের সঙ্গে কতটা মিশে গেছে।'