খেলাধুলা

নিলামের আগে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো যে সকল খেলোয়াড়দের ধরে রাখলো।

ইমরান হাসান
৫ মাস আগে

আগামী নভেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা নিলামের সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি আয়োজকরা। তাছাড়া এই নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করছে লিগ কর্তৃপক্ষ। 


এবার আইপিএলের পূর্ণ নিলাম হবে। ১০ দলই নতুন টিম তৈরি করবে। দু’দিন ধরে চলবে গোটা প্রক্রিয়া। নিলামের জন্য বিসিসিআই কর্তারা প্রথমে দুবাইয়ের কথা ভেবেছিলেন। দুবাইয়ে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরাতের শহরটির কথা ভাবেন তারা। পরে সৌদি আরবের দুই শহরের কথা ভাবেন বোর্ড কর্তারা। 


এদিকে নিলামের পূর্বে খেলোয়াড় ধরে রাখার প্রতিযোগিতায় মেতেছে ফ্রাঞ্চাইজিগুলো। কে কাকে ধরে রাখবে আর কাকে ছাড়বে এ নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে দলগুলো। ইতোমধ্যেই প্রাথমিক তালিকা প্রকাশ করেছে দলগুলো।


আগামী ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। এ জন্য দলগুলো পছন্দের ক্রিকেটারদের তালিকা করছে।

এ নিলামের পূর্বে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। এর মধ্যে অন্তত একজন ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হবে তাদের। দলগুলো চাইলে ছয়জনের কম ক্রিকেটারকেও ধরে রাখতে পারবে। বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভেড়ানো যাবে।

পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হবে। দেশি বা বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে সংখ্যার কোনও বাধ্যবাধকতা নাই।


নিলামের পূর্বে কোনো ক্রিকেটারকে প্রথম পছন্দ হিসাবে কোনও দল ধরে রাখবে তাকে ১৮ কোটি টাকা গুনতে হবে। দ্বিতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দ হিসাবে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে তাকেও ১৮ কোটি টাকা দিতে হবে। পঞ্চম পছন্দের জন্য দিতে হবে ১৪ কোটি টাকা। ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরে রাখতে হলে ৪ কোটি টাকা দিতে হবে।


১-চেন্নাই সুপার কিংস

প্রথম পছন্দ (১৮ কোটি)- রুতুরাজ গায়কোয়াড়

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- শিবম দুবে

তৃতীয় পছন্দ (১১ কোটি)- মাথিশা পাথিরানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)- রবীন্দ্র জাদেজা

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- মহেন্দ্র সিংহ ধোনি

রাইট টু ম্যাচ কার্ড- এক জন


২-মুম্বই ইন্ডিয়ানস

প্রথম পছন্দ (১৮ কোটি)- হার্দিক পান্ডিয়া

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- রোহিত শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)- তিলক বর্মা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)- জসপ্রীত বুমরাহ

পঞ্চম পছন্দ (১৪ কোটি)- সূর্যকুমার যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- নেহাল ওয়াধেরা

রাইট টু ম্যাচ কার্ড- শূন্য


৩-কলকাতা নাইট রাইডার্স

প্রথম পছন্দ (১৮ কোটি)- আন্দ্রে রাসেল

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- শ্রেয়াস আইয়ার

তৃতীয় পছন্দ (১১ কোটি)/ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- ফিল সল্ট/ হর্ষিত রানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)- সুনীল নারাইন

পঞ্চম পছন্দ (১৪ কোটি)- রিঙ্কু সিং


৪-রাজস্থান রয়্যালস

প্রথম পছন্দ (১৮ কোটি)- সঞ্জু স্যামসন

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- যশস্বী জয়সোয়াল

তৃতীয় পছন্দ (১১ কোটি)- রিয়ান পরাগ

চতুর্থ পছন্দ (১৮ কোটি)- জস বাটলার

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- সন্দীপ শর্মা

রাইট টু ম্যাচ কার্ড- এক জন


৫-সানরাইজার্স হায়দরাবাদ

প্রথম পছন্দ (১৮ কোটি)- প্যাট কামিন্স

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- অভিষেক শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)- নিতিশ কুমার রেড্ডি

চতুর্থ পছন্দ (১৮ কোটি)- ট্রাভিস হেড

পঞ্চম পছন্দ (১৪ কোটি)- হেনরিখ ক্লাসেন।

রাইট টু ম্যাচ কার্ড- ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)


৬-গুজরাট টাইটানস

প্রথম পছন্দ (১৮ কোটি)- শুভমান গিল

তৃতীয় পছন্দ (১১ কোটি)- ডেভিড মিলার

চতুর্থ পছন্দ (১৮ কোটি)- রশিদ খান

পঞ্চম পছন্দ (১৪ কোটি)- মোহিত শর্মা

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- রাহুল তেওয়াটিয়া

রাইট টু ম্যাচ কার্ড- এক জন


৭-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্রথম পছন্দ (১৮ কোটি)- বিরাট কোহলি

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- মুহাম্মদ সিরাজ

তৃতীয় পছন্দ (১১ কোটি)- রজত পাতিদার

রাইট টু ম্যাচ কার্ড- তিন জন


৮-দিল্লি ক্যাপিটালস

প্রথম পছন্দ (১৮ কোটি)- রিশভ পন্থ

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- অক্ষর প্যাটেল

তৃতীয় পছন্দ (১১ কোটি)- কুলদীপ যাদব

রাইট টু ম্যাচ কার্ড- তিন জন


৯-পঞ্জাব কিংস

প্রথম পছন্দ (১৮ কোটি)- আর্শদীপ সিং

রাইট টু ম্যাচ কার্ড- পাঁচ জন


১০-লখনৌ সুপার জায়ান্টস

প্রথম পছন্দ (১৮ কোটি)- নিকোলাস পুরান

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)- রবি বিষ্ণোই

তৃতীয় পছন্দ (১১ কোটি)- মায়াঙ্ক যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)- আয়ুষ বাদোনি


আরো পড়ুন

জয়ের জন্য প্রস্তুত ঢাকা ক্যাপিটালস: শাকিব খান
প্রায় ২ মাস আগে
জয়ের জন্য প্রস্তুত ঢাকা ক্যাপিটালস: শাকিব খান
খেলাধুলা
২ মিনিট
মোস্তাফিজুর রহমান এখন আর পিএসএলে কোনো দলের নজরে পড়ছেন না। তবে কি তাঁর সোনালি দিনের ইতি ঘটতে চলেছে?
২ মাস আগে
মোস্তাফিজুর রহমান এখন আর পিএসএলে কোনো দলের নজরে পড়ছেন না। তব ...
খেলাধুলা
৪ মিনিট
 রিয়াল মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।
২ মাস আগে
রিয়াল মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।
খেলাধুলা
৩ মিনিট
নতুন পাঠ্যবই থেকে সাকিব আল হাসান এবং সালাউদ্দিনের নাম বাদ দেওয়া হয়েছে
২ মাস আগে
নতুন পাঠ্যবই থেকে সাকিব আল হাসান এবং সালাউদ্দিনের নাম বাদ দে ...
খেলাধুলা
২ মিনিট
নিগার সুলতানার ব্যাটে নতুন ইতিহাস
৩ মাস আগে
নিগার সুলতানার ব্যাটে নতুন ইতিহাস
খেলাধুলা
১ মিনিট
জয়ের জন্য প্রস্তুত ঢাকা ক্যাপিটালস: শাকিব খান
প্রায় ২ মাস আগে
জয়ের জন্য প্রস্তুত ঢাকা ক্যাপিটালস: শাকিব খান
শেষে, দলের সকলকে ধন্যবাদ জানিয়ে শাকিব খান লিখেছেন, “ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সরদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই ...
২ মিনিট
মোস্তাফিজুর রহমান এখন আর পিএসএলে কোনো দলের নজরে পড়ছেন না। তবে কি তাঁর সোনালি দিনের ইতি ঘটতে চলেছে?
২ মাস আগে
মোস্তাফিজুর রহমান এখন আর পিএসএলে কোনো দলের নজরে পড়ছেন না। তবে কি তাঁর সোনালি দিনের ইতি ঘটতে চলেছে?
এছাড়া, সর্বশেষ বোর্ডার গাভাস্কার ট্রফির সেরা ক্রিকেটার হয়েছেন বুমরা। ...
৪ মিনিট
 রিয়াল মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।
২ মাস আগে
রিয়াল মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।
শেষে, ৯০ মিনিটে এমবাপ্পের অসাধারণ ব্যাকহিলের পর জুড বেলিংহাম গোল করতে ব্যর্থ হন এবং ইনজাকি পিনা এমবাপ্পের শট সেভ করে দলকে বাঁচান। রেফারি শেষ বাঁশি বাজিয়ে ম্যাচ শেষ করেন এবং বার্সেল ...
৩ মিনিট
নতুন পাঠ্যবই থেকে সাকিব আল হাসান এবং সালাউদ্দিনের নাম বাদ দেওয়া হয়েছে
২ মাস আগে
নতুন পাঠ্যবই থেকে সাকিব আল হাসান এবং সালাউদ্দিনের নাম বাদ দেওয়া হয়েছে
সালাউদ্দিন বাংলাদেশের ফুটবলের অন্যতম সর্বকালের সেরা খেলোয়াড়, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চারবারের সভাপতি ছিলেন। ...
২ মিনিট
নিগার সুলতানার ব্যাটে নতুন ইতিহাস
৩ মাস আগে
নিগার সুলতানার ব্যাটে নতুন ইতিহাস
নারী ক্রিকেটে নিগারের এই কীর্তি নতুন দিগন্ত উন্মোচন করল। উল্লেখ্য, বাংলাদেশের পুরুষদের ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন আল শাহরিয়ার রোকন। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে ...
১ মিনিট
2024 All Rights Reserved
Design, Developed and Technical Supported by Quince.Software
chat button