অবসরের ঘোষণা দেয়ার সময় যা বলেছেন রিয়াদ.
‘আমি ভারত সিরিজের জন্য যখন অনুশীলন করছিলাম, তখনই চিন্তা করছিলাম। পরিবার বলেছিল এটা সঠিক সময় নয়। ওদের বোঝানোর চেষ্টা করেছি, তারপর বুঝেছে। এরপর বোর্ড প্রেসিডেন্ট, কোচ, অধিনায়কের সঙ্গে কথা বলেছি। সবাই আমার সিদ্ধান্তকে সম্মান করেছেন।’
'আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’
'আলহামদুলিল্লাহ, কোনো আক্ষেপ নেই। এক ফোটাও আক্ষেপ নেই। বাংলাদেশের হয়ে এত বছর খেলেছি, ব্যক্তিগতভাবে যা আমার জন্য খুবই ভালো ছিল। আমি ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি যতটুকু খেলেছি, জানি না কতটা পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।’
‘ট্রফি নেই, এটা অবশ্যই খারাপ লাগার মতো। তবে আমি এ কথাটা মানতে রাজি নই যে আমাদের কোনো অর্জন নেই। যদি ট্রফি জেতাই মানদণ্ড হয়, তাহলে অনেককেই আমরা লিজেন্ড বলতাম না। ২০০৭ সালে যখন আমি এই ড্রেসিংরুমে এসেছিলাম, সেই তুলনায় এখন অনেক পার্থক্য। শুধু পাঁচ পাণ্ডব নয়, এটা সবার অর্জন। আমি তারতম্য করতে পছন্দ করি না।’
‘২০১৬ ব্যাঙ্গালুরু…হতাশাজনক এবং জীবন বদলে ফেরার মতো মুহূর্ত। কারণ আমার জন্য সেটা ছিল অনেক বড় শিক্ষা। আর সেরা মুহূর্ত নিদাহাস ট্রফি।’
.