সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগের পর কারাগারে তৎপরতা বৃদ্ধি
বেক্সিমকো গ্রুপের কর্ণধার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর কারা কর্তৃপক্ষ তৎপর হয়ে উঠেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমানসহ ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দিদের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সালমানসহ কয়েকজন বন্দি তল্লাশিতে বিরক্তি প্রকাশ করেন। সালমান বলেন, "আপনারা আমাদের ডিস্টার্বরছেন।"**
গত মঙ্গলবার প্রকাশিত এক সংবাদে উল্লেখ করা হয়, সালমান এফ রহমানের মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের তথ্য ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে কারাগারে ভিআইপি বন্দিদের ওপর নজরদারি বাড়ানো হয়।
ভিআইপি বন্দিদের ওপর বিধিনিষেধ
তল্লাশির পর কারা কর্তৃপক্ষ ভিআইপি বন্দিদের একসঙ্গে গল্প করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তারা একসঙ্গে হাঁটতে পারবেন, কিন্তু রাষ্ট্রবিরোধী আলোচনা করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ ধরনের আলোচনা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কারাগারের অভ্যন্তরে মোবাইল ফোন বা অন্য কোনো অননুমোদিত সুবিধা ব্যবহার বন্ধ করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কারা সূত্র জানায়, যারা নিয়ম লঙ্ঘন করছেন, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে।
ভিআইপি বন্দিদের নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ
কারা বিশেষজ্ঞ মেজর (অব.) শামসুল হায়দার ছিদ্দিকী বলেন, প্রভাবশালী বন্দিদের নিয়ন্ত্রণ করা সবসময় কঠিন। সাধারণ বন্দিদের ক্ষেত্রে শাস্তি কার্যকর করা সহজ হলেও ভিআইপি বন্দিদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হয় না। তবে তাদের অন্য কারাগারে স্থানান্তর, ডিভিশন বাতিল এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করার মতো শাস্তি দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, কারা কর্তৃপক্ষের উচিত ভিআইপি বন্দিদের একসঙ্গে হাঁটার সময় একজন কারারক্ষী উপস্থিত রাখা এবং তাদের আলোচনার বিষয়বস্তু নোট করা। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সন্দেহ হলে তা আইজি প্রিজনসের কাছে রিপোর্ট করা উচিত।
বর্তমান কারাগারের ভিআইপি বন্দিরা
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৬৮ জন ভিআইপি বন্দি রয়েছেন, যাদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন আনিসুল হক, রাশেদ খান মেনন, টিপু মুনশি, জুনাইদ আহমেদ পলকসহ অনেকে।