গাজীপুর মহানগরের জিরানী ও চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে আজ মঙ্গলবার ডরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। সড়ক অবরোধের কারণে উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে উঠেছে। অনেকে বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, অক্টোবরের বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন। কারখানার সামনে থেকে মিছিল নিয়ে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এর ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেক্সিমকো কারখানার শ্রমিক আরমান হোসেন বলেন, “গত ৫ আগস্টের পর থেকে আমরা সঠিক সময়ে বেতন পাচ্ছি না। এখনও অক্টোবরের বেতন পাইনি। বেতন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।” আরেক শ্রমিক আফজাল হোসেন বলেন, “বেতন না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বেতন পেলেই আমরা কাজে ফিরে যাব।”
বিক্ষোভের কারণে বেক্সিমকোসহ সারাব, জিরানী এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে ডরিন ফ্যাশন লিমিটেডও রয়েছে। ডরিন ফ্যাশনের শ্রমিকেরা গতকাল সোমবার থেকে কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। রাত ১১টার দিকে তাঁরা বাড়ি ফিরে গেলেও আজ সকালে ফের সড়কে নেমে বিক্ষোভ করেন।
ডরিন ফ্যাশনের এক অপারেটর মাসুদ মিয়া জানান, “১ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখা হয়েছে। গত রোববার খুললেও দুপুরের পর আবার বন্ধ ঘোষণা করা হয়। গতকাল কাজে যোগ দিতে গেলে দেখি, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমাদের কারখানায় কোনো সমস্যা হয়নি, তবুও কেন বন্ধ রাখা হয়েছে তা আমরা বুঝতে পারছি না। তাই কারখানা চালুর দাবিতে আমরা আন্দোলন করছি।”