মাদারীপুর সদর উপজেলার মডেল মসজিদ নির্মাণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান এক কোটি ২৮ লাখ টাকা বিল নিয়ে লাপাত্তা হয়েছে। নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পাঁচ বছরেও মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। স্থানীয়রা জানান, শুধু পাইলিংয়ের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল তুলে নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জায়গা নির্ধারণে জটিলতার কারণে নির্মাণ কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে।
স্থানীয় মুসল্লিরা এই অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন। মুসল্লি রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, "দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ উদ্বোধন হলেও আমাদের সদর উপজেলায় দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। এতে আমরা আধুনিক মসজিদে নামাজ পড়তে পারছি না।"
গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুর নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার হোসেন জানান, পূর্বের স্থানে মসজিদ নির্মাণের নির্দেশনা পাওয়া গেছে। আগের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করবে না বলে জানিয়েছে। তাই নতুন ঠিকাদার নিয়োগ করে শিগগিরই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হবে।
Source: Jugantor