ইউএস মাস্টার্স টি-১০ লীগে আটলান্টা রাইডার্স এর গ্লোবাল আইকন খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
কিন্তু খবর নিয়ে জানা যায় বিসিবি থেকে তাকে নওসি দেওয়া হবে না। কিন্তু কেন? ধারণা করা হয়েছে এইটা রিটায়ার্ড মানুষদের নিয়ে আয়োজিত লীগ আর সোহান এখনো জাতীয় দলের আশেপাশে এমন।
আমাদের দেশে এমনই টি-২০ খেলোয়াড় কম এর উপর টি-১০ বা টি-২০ লীগগুলাতে খেলোয়াড়েরা সুযোগ পেলে নওসি দিবেন না এইটা কোন যুক্তির কথা? এমন হলে কেমন করে আমাদের দেশের ক্রিকেট উন্নতি করবে? চাইলে ত আফগানিস্তান কে উদাহরণ হিসেবে নিতে পারেন। আফগানিস্তানের কোনো প্লেয়ার আমাদের রাজশাহী প্রিমিয়ার লিগে সুযোগ পাইলে আফগান ক্রিকেট বোর্ড তাকেও এনওসি দিয়ে পাঠাবে কিন্তু আমরা না। কারণ আমরা এসব লীগকে মূল্যায়ন করতে জানি না ফলাফল আফগানিস্তান আজকে উপরে উঠে পক্ষান্তরে আমাদের অবনতি ঘটেছে।
আমাদের ক্রিকেটের উন্নতি যদি সত্যিকার অর্থেই বিসিবি চায় তাহলে যে যেই লীগেই সুযোগ পাক না কেন এনওসি দিয়েন।