গত কয়েক বছরে বলিউডে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের ওপর বায়োপিক তৈরি হয়েছে, যার মধ্যে শিল্পপতি ধীরুভাই আম্বানির জীবন নিয়েও সিনেমা হয়েছে। তবে রতন টাটার জীবন নিয়ে কোনো বায়োপিক এখনো তৈরি হয়নি। সম্প্রতি রতন টাটার মৃত্যুর পর থেকেই তাঁর বায়োপিক নিয়ে আলোচনা তুঙ্গে। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, রতন টাটাকে নিয়ে একটি আত্মজীবনীমূলক চলচ্চিত্র তৈরির কাজ অনেকটাই এগিয়েছে।
নির্মাতা সুধা কোঙ্গারা রতন টাটার জীবনীকে বড় পর্দায় আনার পরিকল্পনা করেছেন, কারণ তাঁর জীবন যেকোনো মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। ২০২৩ সালের শেষের দিকে এই ছবির শুটিং শুরুর কথা ছিল, তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে গেছে। বর্তমানে চিত্রনাট্যের ওপর কাজ চলছে। সুধা মনে করেন, রতন টাটার মতো ব্যক্তিত্বকে নিয়ে ছবি নির্মাণ করা অত্যন্ত সম্মানের বিষয়।
প্রশ্ন হচ্ছে, রতন টাটার চরিত্রে কাকে দেখা যাবে? এই চরিত্রের জন্য বলিউড ও দক্ষিণী অভিনেতাদের নাম উঠে এসেছে। বলিউডের অভিষেক বচ্চন ও দক্ষিণী অভিনেতা সুরিয়ার নাম শোনা যাচ্ছে। পাশাপাশি, আর মাধবনের নামও শোনা যাচ্ছে এই চরিত্রের জন্য। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে অক্ষয় কুমারকেও রতন টাটার চরিত্রে অভিনয়ের জন্য ভাবা হয়েছিল, কিন্তু তিনি সেই গুঞ্জন নিজেই নাকচ করে দেন।
সুধা কোঙ্গারা একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনির্মাতা। তিনি তেলেগু ছবি *অন্ধ্রা আন্ডাগারু* দিয়ে পরিচালনার কাজ শুরু করেছিলেন এবং তাঁর বিখ্যাত ছবি *সুরারাই পোত্রু* দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।