আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে আজ ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ৬ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ওয়াদুদ হত্যা মামলার সঙ্গে আমির হোসেন আমু সরাসরি জড়িত। অন্যদিকে আমির হোসেন আমু আদালতে বলেন, "আমরা একে অপরের ভাই ভাই। মিলে-মিশে থাকা উচিত। আমরা এক সাথে থাকবো। কেন দ্বন্দ্বে জড়াবো?"
শুনানি চলাকালে আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেওয়া হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় আব্দুল ওয়াদুদ নিহত হন।