আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব, বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। মর্ত্যবাসী ভক্তরা শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর বন্দনা করা হয়। দেবী সরস্বতী হলেন ঐশ্বর্য, বুদ্ধি, জ্ঞান, সিদ্ধি, মোক্ষ এবং শক্তির আধার, এবং সনাতন ধর্মাবলম্বীরা তার আশীর্বাদ লাভের জন্য পূজা করেন।
সরস্বতী দেবী শ্বেতশুভ্র বস্ত্রে সজ্জিত। এক হাতে বেদ এবং অন্য হাতে বীণা ধারণ করা দেবীকে বীণাপানি হিসেবেও অভিহিত করা হয়। সনাতন বিশ্বাস অনুসারে, দেবী সরস্বতী প্রতি বছর তার আশীর্বাদে মানুষের জ্ঞানের চেতনাকে উদ্দীপ্ত করতে ভক্তদের মধ্যে আবির্ভূত হন।
বিশেষভাবে শিক্ষার্থীরা এই পূজায় মনোযোগী থাকে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ঢাকায় বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ হয়ে উঠেছে সরস্বতী পূজার প্রধান কেন্দ্র। বিস্তীর্ণ এই মাঠে আজকের দিনটি চমৎকার এক উৎসবে পরিণত হয়েছে।