জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচি নিহত হওয়ার ঘটনায় ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার (২০ নভেম্বর) শোক দিবস ঘোষণা করেছে। এ উপলক্ষে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। রাত ১২:৩০ মিনিটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক দিবসে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে এবং ক্যাম্পাসের সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
Source: Dhaka Tribune