বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধের জন্য ৬০ কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমসচিব এএইচএম সফিকুজ্জামান এক বিবৃতিতে বলেন, "বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য গত মাসের বেতন পরিশোধে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বেক্সিমকো গ্রুপের পরিচালক (অর্থ ও করপোরেট অ্যাফেয়ার্স) ওসমান কায়সার চৌধুরী জানান, শ্রম মন্ত্রণালয় ১০ কোটি ও অর্থ বিভাগ ৫০ কোটি টাকা ঋণ হিসেবে দেবে। "আমাদের শ্রমিকদের বেতন দিতে ৮০ কোটি টাকা লাগবে। বাকি ২০ কোটি টাকা আমরা নিজেরা ব্যবস্থা করব," বলেন তিনি।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৪০ হাজার শ্রমিক কর্মরত আছেন। কাঁচামাল আমদানি সমস্যা এবং রাজনৈতিক কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ওসমান কায়সার চৌধুরী জানান, "কাঁচামাল আমদানি করতে না পারায় শ্রমিকদের এক রকম বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে।" তিনি আরও বলেন, "বর্তমান যে পরিস্থিতি তাতে কারখানা বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই।"
Source: Ittefaq (https://bit.ly/3ARYPhz)