‘ছাগল-কাণ্ডে’ আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ গ্রেপ্তার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার ডিএমপির উপকমিশনার (ডিসি–মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৬ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ, তাঁদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করে।
এর আগেও ১৫ ডিসেম্বর দুদক মতিউর রহমান ও তাঁর দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করে।
গত কোরবানি ঈদে ‘উচ্চবংশীয়’ একটি ছাগল ১৫ লাখ টাকায় কেনার ঘটনায় মতিউরের ছেলে মুশফিকুর রহমান ইফাত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন। এরপর থেকে ইফাতের বিলাসবহুল জীবনযাপন এবং তাঁর পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে আসতে থাকে।
মতিউর রহমানের পরিবারের সম্পদের মধ্যে দামি গাড়ি, রিসোর্ট, বাংলো বাড়ি এবং শুটিং স্পটসহ বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য প্রকাশ পায়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জুন মতিউর ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাঁদের ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেনের বিভিন্ন মাধ্যম জব্দ করার নির্দেশ দেয়।