'দ্য রিমান্ড' নামক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আশরাফুল রহমান পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুতফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফসহ আরও অনেকে। চলচ্চিত্রটি ইতোমধ্যেই সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে, এবং বোর্ডের সদস্যরা শিগগিরই এটি দেখবেন বলে জানিয়েছেন প্রযোজক অ্যাডভোকেট বেলায়েত হোসেন।
চলচ্চিত্রের অভিনেতা পারভেজ আবির চৌধুরী বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটেছে। এটি বাঙালি জাতির এক অনন্য অর্জন। এই অর্জনকে দালিলিক রূপ দিতে পরিচালক আশরাফুল রহমান ভাই ছবিটি নির্মাণ করেছেন। আমি এই ছবির একটি অংশ হতে পেরে গর্বিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর 'ওরা ১১ জন' যেভাবে প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবির স্বীকৃতি পেয়েছে, ঠিক তেমনি আগামী প্রজন্মের কাছে 'দ্য রিমান্ড' জুলাই বিপ্লবের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে স্বীকৃতি পাব”ে।