পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে তাদের আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আজ সকাল ১০টার দিকে গিয়ে দেখা গেছে, প্রায় ২৫ জন অব্যাহতিপ্রাপ্ত এসআই চট বিছিয়ে বসে আছেন, তাদের মধ্যে কেউ কেউ প্ল্যাকার্ডও ধরে আছেন। তাদের মধ্যে নারীরাও উপস্থিত রয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে তারা সচিবালয়ের সামনে এই আমরণ অনশন শুরু করেন। পরে তাদের একটি তিন সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেন। তবে কর্মকর্তারা তাদের দাবি পূরণের কোনো আশ্বাস দেননি। এর পর থেকেই তারা বিকেল থেকে আমরণ অনশনে বসে আছেন। সচিবালয়ের ১ ও ২ নম্বর গেটের বিপরীত পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের দিকে সড়কে তারা এই অনশনে বসে রয়েছেন।