স্টাফ রিপোর্টার:
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার অভিযোগ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে "লুকোচুরি" খেলছে, যাদের তিনি অপরাধী বলে দাবি করেন।
"শেখ হাসিনার শাসনামলের মন্ত্রীরা যারা অপরাধ ও অন্যায় করেছে, তাদের গ্রেপ্তার ও আটক নিয়ে কেন এমন লুকোচুরি করছেন?" রিজভী প্রশ্ন তোলেন।
তিনি উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর গ্রেপ্তারের খবর শোনা গিয়েছিল, কিন্তু পরে বলা হয় যে তিনি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘুরে বেড়াচ্ছেন।
রিজভী এই মন্তব্যগুলো পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা দক্ষিণ সিটি ইউনিট বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে করেন, যেখানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
বিএনপি নেতা আরও বলেন, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গ্রেপ্তার নিয়েও একই ধরনের বিভ্রান্তিকর খবর পাওয়া গিয়েছিল। "আপনারা জনগণকে কেন বিভ্রান্ত করছেন? কেন এই লুকোচুরি করছেন? জনগণ সেটাই জানতে চায়," যোগ করেন রিজভী।
তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারে বিলম্বেরও সমালোচনা করেন, যা আওয়ামী লীগের মিত্রদের একটি পরিকল্পনার অংশ বলে তিনি দাবি করেন।
রিজভী প্রশ্ন তোলেন কেন তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, যা তিনি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, এমনকি ২০০৭-০৮ সালের মইনুদ্দিন-ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারও তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়াতে পারেনি। "এই মামলা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তৈরি। জনগণ এর নিষ্পত্তির কারণ জানতে চায়," তিনি বলেন।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বহিরাগত ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শকদের (এসআই) বহিষ্কার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে নিয়োগপ্রাপ্ত ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে, যদিও সেখানে ৮০৩ জন কর্মকর্তাকে বাদ দেওয়ার কথা ছিল।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।