ঢাকার মহাখালীর সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীরা তাঁদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো তাঁরা কলেজ ক্যাম্পাসের ফটকের সামনে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে সড়কের একপাশে পুলিশের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সোমবার সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। প্রথম দফায় চার ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধের কারণে সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সন্ধ্যায় তাঁরা আবার সড়কে অবস্থান নেন। রাত সাড়ে নয়টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলেও ঘোষণা দেন, দাবি পূরণ না হলে পরদিন থেকে ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি চলবে।
মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা ‘টিইউ টিইউ’, ‘অধ্যক্ষ না ভিসি’ স্লোগান দিতে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে এক শিক্ষার্থী জানান, ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে তাঁরা আন্দোলনে অংশ নিচ্ছেন।
পুলিশ প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উপপুলিশ কমিশনার (অপারেশন) এ এফ এম তারিক হোসেন খান জানান, পুলিশ সতর্ক রয়েছে এবং শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।
আন্দোলনের কারণে শুধু সড়ক নয়, রেল যোগাযোগেও বড় ধরনের প্রভাব পড়েছে। সোমবারের অবরোধের সময় মহাখালী রেলক্রসিংয়ে একটি ট্রেন শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্রুত অতিক্রম করে। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা ট্রেনে পাথর নিক্ষেপ করেন। এতে ট্রেনের কাচ ভেঙে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।