আগামী শুক্রবার দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ২০টি দেশে সিনেমাটি ৪০০-এর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বর্তমানে সিনেমার মুক্তির আগে টিজার, ট্রেইলার এবং একাধিক গান প্রকাশ করা হয়। পরিচালক অনন্য মামুন তার টিমের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন, তারাও এই একই পদ্ধতি অনুসরণ করবেন।
সিনেমার প্রচারণা নিয়ে পরিচালক বলেন, "দেশের পরিস্থিতি এখন পরিবর্তিত, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে, আর রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল নয়। আগের সময়ের সঙ্গে এখনকার পরিস্থিতি তুলনা করা যাবে না। তবে আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি এবং কলকাতায় বড় আকারে প্রচারণা চলছে।"
‘দরদ’ একটি প্রেমের গল্পের আবরণে তৈরি সাইকোথ্রিলার সিনেমা। এর গল্প সম্পর্কে পরিচালক বলেন, "বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তির হত্যাকাণ্ড ঘটে এবং সন্দেহ যায় শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপর, যিনি চরিত্রে শাকিব খান। সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি রয়েছে টালমাটাল প্রেমের উপাদানও।"
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।
১৪৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় মোট সাতটি গান রয়েছে, যার মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রয়েছে। এর আগে, ‘দরদ’ সিনেমার টিজারটি মুক্তি পায় গত এপ্রিলে, যেখানে শাকিবকে দুটি ভিন্ন রূপে দেখা যায়। এক মিনিট ৩০ সেকেন্ডের এই টিজারে শাকিব কখনো শান্ত, নিরিবিলি তরুণ আবার কখনো খুনের চরিত্রে হাজির হন।
‘দরদ’ সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকেই।
বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে।