নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শুধু বল করেননি, একটি উইকেটও পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর দুই ওভার করার কারণ, মূল বোলারদের একজন কোটা পূরণ করতে পারেননি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে বিশ্বকাপে দারুণ করেছিলেন রিশাদ হোসেন। ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন। অনেকেই ভেবেছিলেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারলে সামনের আইপিএল নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখাবে কোনো ফ্র্যাঞ্চাইজি।
কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচে হতাশ করেছেন রিশাদ। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পেলেও সেগুলো ছিল ইনিংসের শেষ ওভারে।
তবু আজ যা হয়েছে তা অভাবনীয়। হায়দরাবাদের ব্যাটিং উইকেট রিশাদের দক্ষতার ঘাটতি নগ্নভাবে দেখিয়ে দিয়েছে। প্রথম ওভারে ১৬ রান দেওয়া বাংলাদেশি লেগ স্পিনারের দ্বিতীয় ওভারে টানা পাঁচ বলে ছক্কা মেরেছেন সঞ্জু স্যামসন।
ইনিংসের মাঝপথে ২ ওভারে ৪৬ রান দেওয়া রিশাদকে আর পরের ১০ ওভারে বল দেওয়া হয়নি। ফলে ওভারপ্রতি ২৩ রান দিয়ে থেমেছেন রিশাদ।