বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজনে বিএনপির সাথে একযোগে কাজ করতে তাঁর দল প্রস্তুত রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস-এর 'অভিমত' অনুষ্ঠানে তিনি বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর অনেকগুলোর সঙ্গে আমি একমত।"
সরকার পতনের পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে হাছান মাহমুদ স্বীকার করেছেন যে, "২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে বিএনপিকে অ্যাকোমোডেট করতে না পারা আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল। যদিও তারা আমাদেরকে ব্যর্থ করার চেষ্টাই করেছে, তবুও এটা আমাদের ব্যর্থতা।"
আওয়ামী লীগের বর্তমান নীরবতা প্রসঙ্গে তিনি বলেন, "সচেতনভাবেই আমরা একটু নিশ্চুপ আছি, যাতে আমাদের ওপর দোষ না আসে।" তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "নেতাকর্মীদের ওপর আজকে যে নির্যাতন, নিপীড়ন হচ্ছে...তাদেরকে বলবো এই আঁধার কেটে যাবে এবং সহসা দেশে একটি সুষ্ঠু, স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।"
Source: Ittefaq