রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে 'শহিদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ' রাখা হয়েছে। চকরিয়ার ডুলাহাজারায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে শহিদ হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণ করা হয়েছে। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এই মহতি সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।" ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ও লোগো ইতিমধ্যে নতুন নামে পরিবর্তন করা হয়েছে।
Source: Jugantor