বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান পুনর্বিবেচনা করা প্রয়োজন হতে পারে, তবে কোনো ব্যক্তির ইচ্ছায় সংবিধান পরিবর্তনের তিনি পক্ষে নন। ‘৪ঠা নভেম্বর ১৯৭২ সংবিধান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মতামত জানান। সভাটি আজ সোমবার বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজন করে।
ড. কামাল হোসেন বলেন, “কোনো ব্যক্তি কলমের খোঁচা দিয়ে এটাকে (সংবিধান) বদলাবে না। একজন ব্যক্তি যদি মনে করেন, প্রেসিডেন্টও যদি মনে করেন এটা ভুল হচ্ছে, এটা ওনার উচিত হবে না যে কলমের খোঁচায় এটাকে চেঞ্জ করে দেবেন। জনগণের মতামত ওনাকে রাখতে হবে, নিতে হবে।”
তিনি আরও বলেন, সংবিধানের ব্যাখ্যা সঠিকভাবে করা হচ্ছে কি না, তা নিয়ে জনগণকে সচেতন থাকতে হবে। তিনি মনে করেন, সংবিধান একটি দলিল, যার ব্যাখ্যা মানুষ করে এবং আদালতও এই ব্যাখ্যায় ভুল করতে পারে। সাংবিধানিক শাসন রক্ষার জন্য জনগণের সজাগ থাকা গুরুত্বপূর্ণ।