বরিশালে বিক্রি হওয়াতে নাজমুল হোসাইন শান্তর জন্য সমস্যা হয়ে দাড়ালো?
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের তাদের ট্রফি ধরে রাখার জন্য এবারো শক্তিশালী দল গঠন করেছে। দেশী বিদেশি মিলে ট্রফি নেওয়ার অন্যতম দাবিদার ফরচুন বরিশাল। এই শক্তিশালী টিমে যাওয়াটা শান্তর জন্য সমস্যা হয়ে দাঁড়াবে?
একটু হিসেব মিলিয়ে নেই, বরিশালের ওপেনিং তামিম ইকবালের সাথে থাকছে মায়ার্স। বিপিএল গত সিজনে ৩ নাম্বার পজিশনে দুর্দান্ত করেছে তাওহীদ হৃদয়। বরিশাল এবারও চাইবে তাওহীদের থেকে সেরা খেলাটা বের করতে। এদিকে মায়ার্সের সাথে ফুল সিজন এভাইলেবল পাচ্ছে ডেভিড মালানকে। মিডল অর্ডারে আছে আরো দুই দেশি মুশফিক & রিয়াদ।
বরিশালের ব্যাটিং লাইনআপ যদি একটু দেখি:
তামিম
মায়ার্স
তাওহীদ হৃদয়
ডেভিড মালান
মুশফিকুর রহিম
মাহমুদউল্লাহ রিয়াদ
টপ অর্ডারে শান্তর জায়গা দিতে পারবেন তো বর্তমান পারফরম্যান্স অনুযায়ী??
তবে প্রথমদিকে শান্তকে একাদশে খেলাবে হয়তো, তবে খারাপ খেললে বেঞ্চড হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। একাদশে থাকতে যুদ্ধ করতে হবে তাওহীদ, মায়ার্স, মালান,মুশফিকের মত ক্রিকেটারদের সাথে 🫠
#BPLT20 #Bpl2025