ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধনের নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অসুস্থদের মধ্যে ৭ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইউনিট বাঁধনের সভাপতি আলিম মাহমুদের মতে, অনুষ্ঠানে পরিবেশিত চারটি খাবারের মধ্যে চানখারপুলের বনফুল থেকে আনা পাটিসাপটা পিঠা খেয়েই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন। তিনি বলেন, "যারা পাটিসাপটা পিঠা বাদে বাকি তিন আইটেমের খাবার খেয়েছে তাদের কোন সমস্যা হয়নি। সমস্যা হয়েছে যারা পাটিসাপটা পিঠা খেয়েছে তাদেরই।"
বনফুল সুইটস এন্ড কোং-এর ম্যানেজার আল আমিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, "১৪৫ পিস পিঠা নিয়েছেন, প্রতি পিঠা দুইভাগ করে দুইজন খেয়েছেন। সেই হিসেবে ২৯০ জন এই পিঠা খেয়েছেন। আমি আরো ৩০ পিস পিঠা অন্য এক জায়গায় বিক্রি করেছি। সেখান থেকে এরকম কোন অভিযোগ আসেনি।" হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Source: Ittefaq