রোববার থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে প্রতিটি হাউজিং প্রকল্পে অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে সেনাবাহিনী। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টায় বছিলায় সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ২৩-ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ।
সংবাদ সম্মেলনে মেজর নাজিম বলেন, মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। প্রতিটি ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা আশপাশের কয়েকটি হাউজিং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও জানান, শনিবার ২৩-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটি অভিযান চালিয়ে বছিলা সুপারশপে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত দুজনসহ মোট ৪৫ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
Source: Ittefaq