বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাচি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রিকশার ধাক্কায় গুরুতর আহত হলে তাকে প্রথমে জাবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী রিকশা তাকে ধাক্কা দেয়, যার ফলে তিনি গাছের ওপর আছড়ে পড়েন। এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সাব্বির জানান, “তার হার্টবিট পাইনি। বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।” হাসপাতালের ডিউটি ম্যানেজার সবুজ জানান, “তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে গেছে, সম্ভবত এই আঘাতেই তার মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় ক্যাম্পাসে বেপরোয়া যান চলাচল ও প্রশাসনের অবহেলার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা এ ঘটনার বিচার চেয়ে প্রশাসনের দায়িত্বহীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Source: Jugantor