যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে পাতালট্রেনে এক নারীর গায়ে আগুন দেওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ওই নারী মারা গেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগানোর সন্দেহে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার শিকার নারীর পরিচয় এখনো জানা যায়নি।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) তথ্য অনুযায়ী, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে ওই নারী একটি ট্রেনের ভেতরে স্থির হয়ে বসে ছিলেন। তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর কাছে এসে হঠাৎ লাইটার দিয়ে তাঁর পোশাকে আগুন ধরিয়ে দেন। আগুন লাগানোর আগে তাঁদের মধ্যে কোনো কথাবার্তা বা ঝগড়া হতে দেখা যায়নি। পুলিশ মনে করছে, তারা একে অপরকে আগে থেকে চিনতেন না।
ঘটনার পরপরই স্টেশনে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে হামলাকারী ব্যক্তিটি আগেই ট্রেন থেকে নেমে পড়েন।
এক প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়, আগুন লাগানোর পর প্ল্যাটফর্মের বেঞ্চে ধূসর হুডি পরা একজন ব্যক্তি বসে আছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরনেও একই ধরনের পোশাক ছিল। তবে পুলিশ জানিয়েছে, প্রথমে ওই ব্যক্তিকে সন্দেহজনক মনে করার কোনো কারণ ছিল না। ঘটনার সময় তারা আহত নারীকে সহায়তা করতেই ব্যস্ত ছিলেন।
পুলিশ জানায়, অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলা হয় এবং জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরে সন্দেহভাজন ব্যক্তিকে পাতালট্রেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার কারণ বা ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।