ভারতের এক মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে টপটপ করে পড়া পানি পান করতে ভিড় করেছেন ভক্তরা। তাদের বিশ্বাস, এই পানি ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পবিত্র পানি। কিন্তু বাস্তবে, পানি আসছে মন্দিরের এসি ইউনিট থেকে। এই পানির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দ্যা ইকোনমিক টাইমস জানায়, বাঁকে বিহারী মন্দিরে ভক্তরা এসি থেকে আসা পানি ‘চরণামৃত’ ভেবে পান করছেন। আনন্দবাজারসহ অন্যান্য সংবাদমাধ্যম জানায়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে ঘটেছে। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃন্দাবনের এই বিখ্যাত মন্দিরে ভক্তরা হাতির ভাস্কর্যের মুখ থেকে ফোঁটা ফোঁটা পানি সংগ্রহে ভিড় জমাচ্ছেন, যা তারা ‘চরণামৃত’ মনে করছেন। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনেক ভক্ত দেয়ালে থাকা হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানিকে পবিত্র মনে করে পান করছেন। কেউ কেউ কাপে সংগ্রহ করছেন, আবার অনেকে হাতের তালুতে নিয়ে পান করছেন এবং মাথায় ছিটিয়ে দিচ্ছেন।
আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্দিরের দেয়ালে লাগানো হাতির আকৃতির টিউব থেকে বের হওয়া এই পানি আসলে এসি থেকে নির্গত পানি, যা ভক্তরা ‘চরণামৃত’ ভেবে ভুল করছেন।