হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন, বলা হচ্ছে মর্টার শেলের আঘাতে তিনি মারা গেছেন, বিমান হামলায় নয়। তাঁর মরদেহ মাটির ওপরে পাওয়া গেছে, পরনে ছিল কমব্যাট ভেস্ট এবং পাশে একটি একে-৪৭ রাইফেল। তাঁর সাথে ছিলেন দুইজন দেহরক্ষী। তিনি কোনো টানেলে বা বেসামরিক জনগণ বা ইসরায়েলি বন্দিদের মাঝে লুকিয়ে ছিলেন না। বরং, তিনি নিজ যোদ্ধাদের সাথে আইডিএফ-এর বিরুদ্ধে সামনের সারিতে লড়াইরত অবস্থায় ছিলেন।