GRAY DIVORCE
ভারতের প্রখ্যাত সংগীত শিল্পি A R Rahman এর স্ত্রী সায়রা বানু তার স্বামীর সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের ২৯ বছরের সংসার জীবনের পরিসমাপ্তি ঘটবে এই ডিভোর্সের মধ্য দিয়ে।
২৫ বছরের বেশি সময় সংসার করার পর সাধারনত যে ডিভোর্স হয় অর্থাৎ বেশি বয়সের নারী পুরুষের মধ্যে যে ডিভোর্স হয় সে ধরনের ডিভোর্স গুলোকেই Gray Divorce বলা হয়ে থাকে।
এ ধরনের ডিভোর্সের সংখ্যা খুবই কম। ডিভোর্স সাধারনত বিবাহের শুরুতেই অর্থাৎ অল্প বয়সের নারী পুরুষের মধ্যেই বেশি হয়ে থাকে। Adjustment problems, পরকিয়া কিংবা যৌথ পরিবারের নানা সমস্যার কারনে সাধারনত ডিভোর্স গুলো হয়ে থাকে।
কিন্তু ২৫ বছরের অধীক সময় এক সাথে সংসার করার পর যখন মানুষ ডিভোর্সের সিদ্ধান্ত নেয় তখন সেটা আসলেই বেশ কঠিন সিদ্ধান্ত।
গত ৩/৪ বছরে আমি আমার পরিচিত বেশ কয়েকজনের এরকম Gray Divorce হতে দেখলাম। যে কোনো প্রকার ডিভোর্স ই আমার কাছে চরম বেদনাদায়ক, তবে এই Gray Divorce যেনো আরো ভয়ানক! আর এই Gray Divorce যদি এক তরফা হয় তবে অপর পক্ষ যে কত ভয়ানক জীবন পার করে তা বোঝানো সম্ভব নয়!