গোপালগঞ্জ উন্নত হয়েছে কিন্তু আশপাশের জেলার অবস্থা খা/রাপ: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ বলেন, গত ১৫ বছর ধরে উন্নয়ন গে/লানো হয়েছে, যেটা খুব নির্দিষ্ট কিছু জায়গায়। যার বাড়ি যেখানে এভাবেই আসলে উন্নয়নটা হয়েছে। যেমন গোপালগঞ্জ উন্নত হয়েছে কিন্তু তার আশপাশের জেলাগুলোর অ/বস্থা খা/রাপ। এখানকার রাস্তাগুলো আমি দেখেছি এবং এ রাস্তাগুলো দিয়েই আমি যাতায়াত করেছি।