চলতি জানুয়ারি মাসে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কেনার সুযোগ পাবেন কেবল ৫৭ লাখ স্মার্ট কার্ডধারী পরিবার। আগের মতো এক কোটি পরিবার এই সুবিধা নিতে পারবেন না। এতে করে ৪৩ লাখ কার্ডধারী কার্যত টিসিবির পণ্য ক্রয়ের তালিকা থেকে বাদ পড়লেন।
টিসিবি এতদিন সাধারণ কাগজের কার্ড ব্যবহার করলেও তা বাতিল করে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু করেছে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, নতুন স্মার্ট কার্ড ছাড়া টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম আর চালানো হবে না।
আগের সরকার এক কোটি পরিবারকে টিসিবির কার্ড দিলেও তা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অনিয়মগুলো খতিয়ে দেখার উদ্যোগ নেয়। যাচাই–বাছাইয়ের মাধ্যমে ৪৩ লাখ কার্ড বাতিল করা হয়েছে এবং বাকি ৫৭ লাখ পরিবারকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।
টিসিবি জানিয়েছে, যেসব পরিবারে একাধিক কার্ড ছিল, সচ্ছল ব্যক্তিরা তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন বা যাদের তথ্য ত্রুটিপূর্ণ ছিল, তাদের নতুন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫৭ লাখ স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আরও ছয় লাখ কার্ড তৈরির কাজ চলছে।
এই মাসে স্মার্ট কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল ১০০ টাকা লিটার, দুই কেজি মসুর ডাল ৬০ টাকা কেজি এবং এক কেজি চিনি ৭০ টাকায় কিনতে পারবেন। চালও টিসিবির তালিকায় আছে, তবে তা সরবরাহ শুরু হবে আজ থেকে।