সাবেক মন্ত্রী ফারুক খানকে গ্রেফতার করেছে র্যাব
রাতভর অভিযান চালিয়ে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুককে রাজধানীর সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে নিশ্চিত করেছেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফারুক খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।