সেন্ট মার্টিনে আগুনে ৩টি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ল, পর্যটকরা কাটালেন নির্ঘুম রাত
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ আগুনে পুড়ে গেছে, তবে এতে কোনো পর্যটক হতাহত হননি। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে সেন্ট মার্টিনের গলাচিপা এলাকার বিচ ভ্যালি, কিংশুক এবং সাইরি ইকো রিসোর্টে আগুন লেগে যায়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও রিসোর্ট মালিকদের উদ্ধৃত করে মুজিবুর রহমান বলেন, সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনাকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে সাইরির অভ্যর্থনাকক্ষ, বিচ ভ্যালির ১৮টি কক্ষ, এবং কিংশুক ইকো রিসোর্টের ৭টি কক্ষ পুড়ে যায়। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আজ বুধবার ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিচ ভ্যালির ইকো রিসোর্টে ঢাকা থেকে বেড়াতে আসা এক দম্পতি জানান, আগুন লাগার সময় অধিকাংশ পর্যটক রিসোর্টের বাইরে ছিলেন, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পর্যটকদের বেশিরভাগ মালামাল পুড়ে গেছে, এবং তাঁরা নির্ঘুম রাত কাটিয়েছেন।