সেন্টমার্টিন দ্বীপের কুকুরদের খাদ্য সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে 'ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ'। রোববার টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট থেকে সংগঠনের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের চিকিৎসা সরঞ্জাম নিয়ে দ্বীপে গেছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপে প্রায় ৪ হাজার কুকুর রয়েছে এবং পর্যটক সংখ্যা কমে যাওয়ায় ইতোমধ্যে প্রায় শতাধিক কুকুর খাবারের অভাবে মারা গেছে। তিনি বলেন, "কুকুরগুলো পর্যটকদের ফেলে যাওয়া খাবারের ওপর নির্ভর করতো। তবে পর্যটক সীমিত করায় মানুষ এবং প্রাণী-উভয়ই সংকটে পড়েছে।"
Source: RTV News