ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। সোমবার (৪ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিসকক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “এক সপ্তাহের মধ্যে এই আইন এবং এর অধীনে হওয়া সব মামলাও বাতিল করা হবে। মতপ্রকাশে বাধা দেয় এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে, এবং সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছরে দেশে নানা অনিয়ম ও দুর্নীতি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুনর্গঠনের কাজ শুরু করেছে, যাতে দেশ ও জনগণ ক্ষতি কাটিয়ে উঠতে পারে।”
Source: Dhaka Tribune