Buetian ক্যাপ্টেন তাসমিন দোজা প্রথম নারী হিসেবে আজ বিমান বাংলাদেশ সংস্থার পরিচালক হলেন। বুয়েট থেকে স্নাতক শেষে তাসনিম বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন।
এর আগে ক্যাপ্টেন দোজা বিমানের ট্রেনিং ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বাবা সামসুদ্দোজা ছিলেন বিমানের পাইলট। তাই তাসমিনেরও ইচ্ছে জাগে আকাশে ওড়ার। ১৯৯৬ সালে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার হিসেবে যোগ দেন তিনি। ক্যাপ্টেন তাসমিন দোজার শুরুটা হয় এটিপি মডেলের উড়োজাহাজ দিয়ে। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত চালিয়ে আসছেন ১৬২ জন যাত্রী ধারণক্ষমতার বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।