ট্রিস্টান স্টাবসকে বল দুইটা গুড লেংথেই করলেন তাইজুল ইসলাম। কিন্তু বেশ বাইরে। টার্নের কারণে বেরিয়ে গেল আরও বাইরে। ব্যাকফুটে গিয়ে কাট করতে কোনো সমস্যাই হলো না স্টাবসের।
কিন্তু, তাইজুলের প্ল্যানটা তখন থেকেই বোঝা যাচ্ছিল বেশ পরিষ্কার। এই বলগুলোকে আপনার বলা উচিত ফাঁদ। টেস্ট ক্রিকেটে এমন টোপ অবশ্য বহুবারই দেখা গেছে। ব্যাটারকে দুটো-চারটা বাউন্ডারি বের করার সুযোগ দেওয়া, আদতে যার উদ্দেশ্য ব্যাটারকে খোলসের বাইরে আনা। যেন পরের 'সাকার' বলটাতেও একই কাজটা করতে যান ব্যাটার, টোপ গেলেন।
স্টাবসের আজকের পরিণতিও ঠিক একই। দুটো বল বাইরে করে একই ওভারে তাইজুল একটা বল করলেন স্টাম্প লাইনে, সঙ্গে ফুল লেংথে। কিন্তু অভ্যাসমতো স্টাবস চলে গেলেন পেছনের পায়ে। ব্যস, হয়েংেল এলেবেলে। স্টাম্প বাঁচানোর চেষ্টায় ব্যাট এগিয়ে দিলেন শরীর থেকে দূরে, সামান্য টার্ন করা বলটা ব্যাটের কানা নিয়ে খুঁজে নিলো স্লিপ। তাইজুল সফল।
সমস্যা হচ্ছে, এমন উইকেট টেকিং বল করার আগে তাইজুলকে দুটো বাউন্ডারি ছাড়তে হয়েছে, প্ল্যানের অংশ হিসেবেই। কিন্তু আপনার স্কোরবোর্ডে যেখানে মাত্র ১০৬ রান, তখন এমন রান বিলিয়ে উইকেটের বিলাসিতা আপনি দেখাতে পারছেন না। অবচেতন মনেই আপনাকে বল করতে হচ্ছে রান আটকে রাখার। একটা চার হলেই মন দিচ্ছে কু-ডাক।
বাংলাদেশের বোলিং লাইন-আপটা এই মুহূর্তে বেশ ভালো। কিন্তু, ব্যাটারদের এমনই হতশ্রী চেহারা, বোলাররাও তাদের সামর্থ্য অনুযায়ী খেলাটা দেখাতে পারছেন না।
#BANvsSA