বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একটি কঠিন লড়াইয়ের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫২তম মিনিটে মনিকা চাকমা গোলশূন্য ভাঙলেও তিন মিনিট পরেই সমতা আনেন নেপালের আমিশা। ৮১তম মিনিটে রিতু পর্ণা চাকমার জালে জয়ের সূচনা করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
এই জয়টি বাংলাদেশের দ্বিতীয় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের মুকুট চিহ্নিত করেছে, উভয়ই কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে অর্জিত হয়েছে। ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলে জয়ের মাধ্যমে ২০২২ সালে বাংলাদেশ তাদের প্রথম শিরোপা ঘরে তুলে।