বাংলাদেশ সব কটি ওভার ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ১২.৫ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে। এই হারে নিগার সুলতানা জ্যোতি বাহিনী কার্যত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। পরের ম্যাচে বড় ব্যবধানে জিতলেও তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এর আগে বাংলাদেশ কোনোমতে ১০৩ রান করে। দিলারা আক্তার ও সাথি রাণির ওপেনিং জুটি ধীরস্থিরে ব্যাটিং করছিল। চতুর্থ ওভারের প্রথম বলেই সাথির বিদায়ে তাদের জুটি ভাঙে। সাথি ৯ রানে আউট হওয়ার পর দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করে কারিশমা রামহারাকের বলে বোল্ড হন। সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি ৪০ রানের একটি জুটি গড়ে তোলেন, যেখানে মোস্তারি ১৬ রান করে আউট হন। তবে তারা রানের গতি ঠিক রাখতে পারেননি।
বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া তাজ নেহার ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে ১ রান করে বিদায় নেন। স্বর্ণা আক্তার গোল্ডেন ডাক দেন। নিগার সুলতানা দীর্ঘক্ষণ লড়াইয়ে ছিলেন, কিন্তু বড় স্কোরে অবদান রাখতে পারেননি। তিনি ৪৪ বলে ৩৯ রান করেন। অন্যপ্রান্তে উইকেটের মিছিল চলতে থাকে, রিতু মনির ১০ রান করার পর আর কেউ ৩ রানও তুলতে পারেননি।