রাজধানীর কমলাপুর রেলস্টেশনে, প্রবেশ ও বের হওয়ার পথে থাকা ডিজিটাল স্ক্রিনে আজ শনিবার, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা একটি স্লোগান প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্টেশন কর্তৃপক্ষ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর থেকে সকাল পর্যন্ত স্টেশনের দুটি স্ক্রিনে এই বার্তা ভেসে ওঠে। যাত্রীদের জন্য বিভিন্ন তথ্য প্রদর্শনের উদ্দেশ্যে স্থাপিত এসব স্ক্রিনে সাধারণত স্বাগত বার্তা ও অন্যান্য নির্দেশনা দেখানো হয়। তবে আজ ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত স্ক্রিনে ওই স্লোগান প্রদর্শিত হতে থাকে।
রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে স্ক্রিন দুটি বন্ধ করে দেয়।