দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন বার্মায় মিত্রশক্তি ব্রিটিশ আর্মি ও অক্ষশক্তি জাপানের মধ্যে সংঘর্ষে আহত জাপানি সৈন্যদের চিকিৎসার জন্য চট্টগ্রাম ও কুমিল্লার ব্রিটিশ সামরিক হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জাপানি সৈন্যদের ময়নামতি ওয়ার সেমেট্রিতে সমাহিত করা হয়।
৮০ বছর পর, জাপান সরকার এই সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। বাংলাদেশও এ উদ্যোগে সম্মতি জানায়। প্রথম পর্যায়ে ময়নামতি ওয়ার সেমেট্রিতে ২৪ জন জাপানি সৈন্যের দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু হয়েছে। এই কাজে জাপানের সাত সদস্যের একটি বিশেষজ্ঞ দল যুক্ত হয়েছে, যার মধ্যে চারজন ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছেন।
এ পর্যন্ত ১২টি কবর থেকে দেহাবশেষ উত্তোলন করা হয়েছে, যা ডিএনএ টেস্টের মাধ্যমে যাচাই করা হবে। চট্টগ্রামে সমাহিত সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার কাজ দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। কবর খনন ও উত্তোলনের কাজে অবসরপ্রাপ্ত কর্নেল কাজি সাজ্জাদ আলি জহির (বীর প্রতীক) নিয়োজিত রয়েছেন। অনুমান করা হচ্ছে, এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১০ দিন সময় লাগবে।
Source: Dhaka Tribune