বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে।
ইজতেমার কার্যক্রম ফজরের নামাজের পর আম বয়ান (সাধারণ বক্তব্য) দিয়ে শুরু হয় এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাত (চূড়ান্ত প্রার্থনা) দিয়ে শেষ হবে।
দ্বিতীয় পর্বের জন্য ধর্মপ্রাণ মানুষ ইতিমধ্যে স্থানটিতে আসতে শুরু করেছে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরা-ই-নিজাম এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভারতের মাওলানা আহমদ হোসেন সকাল ১০টায় বয়ান করবেন।
রোববার প্রথম পর্বের আখেরি মুনাজাতের পর তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবকরা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩০০ এরও বেশি স্যানিটেশন কর্মী স্থানটি পরিষ্কার করতে কাজ শুরু করেন, যা মাগরিবের নামাজের আগেই সম্পন্ন হয়।